ফেস বুকে তারেক রহমানের একটি ভিডিও ক্লিপ দেখলাম। আশা করি হয়তো আপনারাও সাবই ঐ ভিডিও ক্লিপটা দেখেছেন। তাতে তিনি ( তারেক রহমান) তারা বাবা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবে উল্লেখ করেন।
আসলে তারেক রহমান সত্য কথাটি বলেছেন, তবে তিনি একটি শব্দ কম উল্লেখ করেছেন ------ তারেক রহমানের উচ্চারিত পূর্ণ বাক্যটি ছিল আসলে এই রকম---
( জিয়াউর রহমান ছিল বাংলাদেশের প্রথম অবৈধ প্রেসিডেন্ট)
তারেক রহমান ভুলে অবৈধ শব্দটি উল্লেখ করেন নি।
প্রথমে তারেক রহমানের উক্তিটি শুনে হতম্ব হয়ে পড়েছিলাম , পরে চিন্তা করলাম ---- কথায় আছে ( পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়) কোন পাগল কোথায় কি বলবে, সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যাথা কেন? --------
তাছাড়া এই রকম আওলা ঝাওলা ভুয়া রাজনৈতিক বক্তব্য ও ভুয়া রাজনৈতিক ষ্ট্যন্ডবাজী বি,এন,পির নতুন নয়।
যেমন-----
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।
১৫ ই আগষ্ট খালেদা জিয়ার ভুয়া জন্ম দিন।
বি,এন,পি যেমন সফল হয়েছে জিয়া ভুয়া স্বাধীনতার ঘোষক বানাতে এবং ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিনটাকে খালেদা জিয়ার ভুয়া জন্ম দিন বানাতে । এটাও সফল হবে অবৈধ ভাবে ক্ষমতা হরণকারী জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বানাতে।
সফল হোক বি,এন,পির ভুয়া ১ম রাষ্ট্রপতি মিশন প্রচরণা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।