আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামি ব্যাঙ্কের ভল্টে মুক্তিযুদ্ধের চেতনা আর ১৩ দিন মেয়াদী রাষ্ট্রপতি জিয়া

তারেকের জন্য একটা দারুন সুযোগ এসেছিল কদিন আগে । ইসলামি ব্যাঙ্ক থেকে জাতীয় সঙ্গীতকে গিনেস রেকর্ডে ওঠানোর জন্য ৩ কোটি টাকা দান নেওয়ার পর তার গোয়েবেলসিও কার্যক্রম শুরু হয় । এই টাকা নেওয়াকে কেন্দ্র করে সরকারের মন্ত্রিরাই বিবাদে জড়িয়ে পড়েন । এটিও একটি প্লাস পয়েন্ট আর এই সুযোগে তার পিতা জিয়াউর রাহমান ,মুক্তিযোদ্ধা, বীরবিক্রমকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে জনগনকে চমকে দিলো । আওয়ামি লীগ চালিত সরকারের দেউলিয়াপনা ধরা পড়ল আর সুযোগ নিল পুত্র ও মাতা পর্যায়ক্রমে । যেদিন পতাকা পদদলিত উৎসব চলছে যা পরের দিন দেখেছি মিডিয়ায় ঠিক ওইদিন ব্রিটেনে বসে তারেকের এই ঘোষণা যে খুব তাচ্ছিল্যের সাথে দেখছি তা নয় , আমি দেখছি এই ইস্যুই সরকারী দল ও পতিত বি এন পির সহায়ক হল জনগনের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে । এখন একটা অঘোষিত টক শো চলবে বেশ কিছুকাল আর আঁধারেই পড়ে রইবে চেতনা ব্যাঙ্কের ভল্টে । মন্ত্রিরা গৃহবিবাদ বন্ধ করে রাষ্ট্রপতি বিবাদে নিপতিত হবেন আর ঢাকা পড়বে কেন রাজাকার অর্থায়নের ব্যাঙ্ক থেকে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিক যে পতাকা তার উৎসবের টাকা নেওয়া হবে, কেন আবারো বিদ্যুৎ মূল্য বৃদ্ধি হবে এবং কেনইবা সাইকেল আরোহীকে ভাঙ্গাচোরা রাস্তার টোল দিতে হবে???

বলুন এর পিছনের হাওয়া কি বসন্তের না মাঘের কুকড়ে যাওয়া শীতের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.