=======================
তোমার সোনার হাতে স্বপ্ন লোকের চাবি,
চোখে চোখ রেখে হৃদয়ের তরলে দেখি
হৃদয়ের অবিকল অনিন্দ্য প্রতিচ্ছবি;
যমুনার জলে ছিপ ফেলে যুগের অধিক
অপেক্ষায় অধির, কখন রজকিনী একটু হেসে
চোখ তোলে তাকাবে চোখের পানে -
চোখের তারাতে অলকে পলকে একটু ইশারা
জীবনে যৌবনে সোহাগ মধুর স্বপ্ন বোনা
ভরা যৌবন জোয়ারে উত্তাল জলো যমুনা
প্রেমের বেদীমূলে হৃদয়-পুস্প অর্ঘ্য ;
ভ্রুক্ষেপ করি – প্রিয়াতমা
তুমি হাত বাড়াবে কি বাড়াবে না
ক্লান্ত শ্রান্ত ডুবন্ত সাঁতারুর হাত ধরে
টেনে তুলবে কি তুলবে না কুলে
দেবীর পাথর হৃদয়ে ফুল না ফুটলে
জানি শুধু অকালে মরন হবে ;
তবু ও তোমাকে পাওয়ার
অনন্ত আশায় বুক বেঁধে প্রিয়া
অন্ধকার রাতে ঝাপ দিলাম
অকুল অথৈই যমুনার জলে
প্রেমের মরা জলেতে ডুবে না জেনে;
আমি ভাসবো ডুববো বাঁচবো মরবো
আমি হাসবো কাঁদবো ভালবাসবো
অনন্ত কাল ধরে……ওগো……
সাঁতার কেটে কেটে ভেসে
তোমারই প্রেম যমুনার জলে।
========================
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।