প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে সদরঘাটে জাহাজটির উদ্বোধন করেন। পরে তিনি এটিতে চড়ে চাঁদপুরের মোহনপুরের পথে রওনা দেন।
প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাংসদ মোহাম্মদ সেলিম ও সাংসদ কাজী ফিরোজ রশীদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. আশরাফুল আলম খোকন প্রমুখ।
আরো একটি নতুন যাত্রীবাহী জাহাজ 'এমভি মধুমতি' জুন মাসে বিআইডাব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ বহরে যুক্ত হবে।
দুটি জাহাজই নির্মাণ করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
২০১২ সালের অক্টোবর মাসে জাহাজ দুটি নির্মাণের চুক্তি হয়। বিআইডাব্লিউটিসির নিজস্ব অর্থায়নে জাহাজ দুটি নির্মাণে ব্যয় হয় ৫১ কোটি ২৩ লাখ টাকা।
'এমভি বাঙালি' জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা ৭৫০ জন, এর মধ্যে ভিআইপি/ফ্যামিলি স্যুট কেবিন চারটি, প্রথম শ্রেণি ডাবল কেবিন ৩৪টি, সিঙ্গেল কেবিন চারটি, দ্বিতীয় শ্রেণি ডাবল কেবিন ১৮টি, দ্বিতীয় শ্রেণি চেয়ার ৮৪ জন, তৃতীয় শ্রেণি মেইন ডেক ৪০০ জন, তুতীয় শ্রেণি আপার ডেক ১৫০ জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।