আমাদের দেশে স্টুডেন্টরা ফ্রীল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে । আপনি কেন পিছিয়ে থাকবেন? ফ্রীল্যান্সিং আসলে খুব বেশি কঠিন কিছু না । ভালো কোন একটা কাজ শিখে সঠিক গাই্ডলাইন নিয়ে কাজ শুরু করলেই সফল হওয়া যায় । বর্তমানে ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়ার্ডপ্রেসের চাহিদা সবচাইতে বেশি ।
সফটটেক আইটি ইন্সটিটিউটের সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ এর ক্লাস শুরু হবে ১১ এপ্রিল ২০১৪, সপ্তাহে ২ দিন করে (শুক্র ও শনিবার) সন্ধ্যা ৬:০০ টা থেকে ৮:৩০ পর্যন্ত।
প্রশিক্ষন ফী ১২,০০০ টাকা । স্টুডেন্টদের জন্য ইন্সটলমেন্টের ব্যাবস্থা রয়েছে । আসন সংখ্যা সীমিত। তাই দ্রুত আপনার আসনটি বুঝে নিতে যোগাযোগ করুন।
ওয়ার্ডপ্রেস(WordPress) হচ্ছে বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), বর্তমানে ৭.৫ মিলিয়ন ওয়েবসাইটের ভিতর ১.২ মিলিয়ন মানুষ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে।
যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে . ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আর এই কারণেই দিন দিন ওয়ার্ডপ্রেস চাহিদা এবং কাজের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেসের নতুন নতুন কাজ বাড়ছেই। যেকোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য বর্তমানে সেরা সিএমএস প্ল্যাটফর্ম ।
বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, কর্পোরেট ওয়েবসাইট, ইকমার্স সাইট, ক্লাসিফাইড সাইট, কিংবা সোশ্যাল মিডিয়া সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।
সফটটেক আইটি ইন্সটিটিউট এ আপনাকে প্রফেশনাল ফ্রীল্যান্সাররা এডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে প্রশিক্ষন দিয়ে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তুলবে । শুধু প্রশিক্ষনই সফটটেক আইটি ইন্সটিটিউট এর উদ্দেশ্য নয় । আপনাকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই প্রধান লক্ষ্য ।
তিন মাসব্যাপী এ প্রশিক্ষনে থাকছে- এইচটিএমএল , সিএসএস, এসইচটিএমএল ৫, সিএসএস ৩, জাভাস্ক্রিপ্ট, জেকিউয়ারি, পিএসডি টু এসইচটিএমএল ৫- সিএসএস ৩ , প্রফেশনাল পি এইচ পি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট, ওডেস্ক , ইল্যান্স , ফাইবার , পিপল পার আওয়ার, বিডিং টেকনিক।
এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে হাতে কলমে শেখানো সহ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখানো হবে। ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে রিয়েল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ হিসেবে তৈরি করুন ।
- এতে করে একজন শিক্ষার্থী প্রতিটি বিষয় আরও ভালোভাবে আয়ত্ব করতে পারে।
মোবাইলঃ 01793-146509
অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সফটটেক-আইটি অফিসে।
সফটটেক-আইটি ইনস্টিটিউট, সফটটেক-আইটি
সেক্টর#৯, রোড#১/এ, হাউজ#৪, লেভেল#৬,
(হাউস বিল্ডিং মাস্কট প্লাজার অপজিট-এ ফাল্গুনী রেস্তোরার সাথে) উত্তরা, ঢাকা - ১২৩০
হ্যালোঃ ০১৭৯৩১৪৬৫০৯
ইমেইলঃ info@softtech-it.com , ওয়েব সাইটঃ http://www.institute.softtech-it.com
#WordPress #ওয়ার্ডপ্রেস #কর্মশালা #প্রশিক্ষণ #Training #softtechit #softtechitinstitute
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'সফটেক আইটি ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।