আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাহতের ভাষ্য: ১০ ‘‘মৃত্যুর পর সম্মানের দরকার নেই’’

‘‘আমি তখনও ইন্ডিয়ান ট্রুপসের সঙ্গে। পরিকল্পনা হয় আমাদের এফএফ ও ইন্ডিয়ান রেজিমেন্ট একসঙ্গে মুভ করে ময়মনসিংহের হালুয়াঘাট দখলে নেওয়ার। ইন্ডিয়ান আর্মি পাঁচশর মতো, আর এফএফ তারও বেশি।

২৮ নভেম্বর ১৯৭১। আমরা ছিলাম মেঘালয়ে।

রাত তখন প্রায় সাড়ে আটটা। মেঘালয়ে পাহাড়ের এক জায়গায় নামে ইন্ডিয়ান ট্রুপস। ঢালের রাস্তা বেয়ে গাড়ি নিয়ে নামে তারা। একটি গাড়ি চালাচ্ছিলাম আমি। পাকিস্তানি সেনারা ছিল কংস নদীর পশ্চিম পাড়ে।

আমরা পূর্বপাড়ে পাহাড়ের ঢালু দিয়ে নেমে আসছি। ওপার থেকে হঠাৎ আমাদের লক্ষ করে গুলি চালানো হয়।

গুলির শব্দ হতেই আমি ব্রেক করি। আগুনের মতো ফায়ার আসছিল। সবাই তখন গাড়ি থেকে নেমে যায়।

সিগন্যালের ওরা ওয়ারলেসের সাহায্যে যোগাযোগ করে। আমি ড্রাইভিং সিটে বসে কথা বলছিলাম পাশের দুই ইন্ডিয়ান সিপাহীর সঙ্গে। ব্রাশের গুলি প্রথম এসে লাগে আমার ডান হাতের কনুইয়ে। স্টেনগান হাতে নিচে পড়ে যেতেই আরও কয়েকটি গুলি লাগে তলপেটে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।