আমাদের কথা খুঁজে নিন

   

চার ছক্কা হৈ-চৈ, বল গড়াইয়া গেলো কই?

*জনৈক পদার্থবিজ্ঞানী

বল গড়াইয়া গেল কই? খুবই সুন্দর একটি প্রশ্ন। বল কই? মানে কোথায়?

আমরা পদার্থ বিজ্ঞান ব্যবহার করেই কিন্তু এই বলকে খুঁজে বের করে ফেলতে পারি।

এ জন্য আমাদের প্রথমেই জানতে হবে বল কী?

বল হচ্ছে এমন জিনিস যাহা স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করে। বল যদি এফ হয় তাহলে এফ ইজ ইউকুয়েল টু এম এ।

যেখানে এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ।

এখন ভর আর ত্বরণ বের করে ফেললেই তো বল খুঁঁজে পাওয়া যাবে। এর জন্য বল গড়াইয়া গেল কই বলে নাচানাচি করার কী হলো ম্যান?

*জনৈক ডাক্তার

বল গড়াইয়া গেল কই? বল তো যাবেই। খাওয়া দাওয়া করেন না ঠিকমতো। শুধু অনিয়ম। বল যাবে না তো কী হবে?

এখন থেকে 'নো অনিয়ম'।

শরীর শুকিয়ে কী হয়েছে দেখেছেন? আমি ডায়েট চার্ট করে দিচ্ছি। এই চার্ট মেনে খাওয়া-দাওয়া করবেন। সঙ্গে ওষুধগুলোও খাবেন নিয়মিত। বল আসবে, বলের আব্বাও আসবে। আর বল গড়াইয়া গেল কই বলে চিৎকার করতে হবে না।

*জনৈক কবি

আমি অনেক আগেই বুঝেছিলাম বল গড়াইয়া অনেক দূরে চলে যাবে। বল খুঁজে পাওয়া যাবে না কোথাও। সবাই একসঙ্গে বলবে 'বল গড়াইয়া গেল কই'।

এ কথা ভেবে আমি আগেই বল নিয়ে কবিতা লিখে গেছি- 'বল দাও মোরে বল দাও। ' তখন আমাকে ঠিকমতো বল দিলে আজকে বল এভাবে হারিয়ে যেত না।

তখন আমাকে কেউ বল দাওনি। এখন বুঝো মজা।

 

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।