আমাদের কথা খুঁজে নিন

   

শেহজাদকে গেইলের অভিনন্দন, না হুমকি?

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শেহজাদকে এই অভিনন্দন জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান গেইল।

টুইটারে গেইল লিখেছেন, "শতকের লিগে স্বাগত।" টুইটটির আরেকটি অংশও আছে, যেটিকে অভিনন্দনের পাশাপাশি হুমকি হিসেবেও নিতে পারন শেহজাদ। গেইল লিখেছেন, "শিগগিরই দেখা হচ্ছে।"

এই শিগগিরই দেখা হওয়ার মানে একটাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচটি অঘোষিত কোয়ার্টার-ফাইনালও। যে দল জিতবে, সেই দলই উঠবে সেমি-ফাইনালে।

গেইল কি তবে তাহলে আগাম লড়াইয়ের হুমকি দিয়ে রাখলেন শেহজাদ আর পাকিস্তানকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.