আহ্ সুপের গন্ধটা মাতাল করা
আগামী কাল আপনাদের জন্য বিশেষ মেনু থাকবে। সেটা হলো ক্যাঙ্গারুর লেজের সুপ। অসাধারণ টেষ্ট। অনেকদিন ক্যাঙ্গারু খাওয়া হয়না তাই ভাবলাম যে একটা বিশাল আয়োজন করে সবাইকে ওটা খাওয়ানোর ব্যবস্থা করি।
আয়োজনটা শুরু হচ্ছে মিরপুর থেকে তবে সেটা মিরপুরেই সীমাবদ্ধ থাকবে না।
মিরপুর থেকে শুরু করে সারা বাংলা হয়ে সারা বিশ্ব ছড়িয়ে পড়বে। অনেকেই খুব দূর্বল হয়ে পড়েছে শিকারে ব্যর্থ হবার কারনে তাই এই ক্যাঙ্গারু ভোজনের আয়োজন করা হচ্ছে। প্রস্তুতি নিন শরীর মন চাঙ্গা করার জন্য। সবল হয়ে আগামীর ভাবনা করবার জন্য।
আগামী কাল মিরপুরের বনে হিংস্র ক্যাঙ্গারুরা বিচরণ করবে।
সেজন্য আমাদের কিছু বেঙ্গল বাঘ্র শাবককে প্রস্তুত রাখা হয়েছে ওদের শিকার করবার জন্য। অনেকদিন ক্যাঙ্গারুর গোশ খাওয়া হয়না। কাল ওদের বধ নিশ্চিত।
শিকারের পর গোশ্তগুলো অংশ অনুযায়ি আলাদা রাখা হবে। যে যার মতো তা দিয়ে বিভিন্ন আইটেম বানাতে পারবেন।
অংশগুলো___
১) মাথা ( সাথে মগজ, চোখ, কান, জিহ্বা )
২) গলার হাড়সমেত গোশ্ত
৩) শীনা
৪) ছোট পা ( খুর সমেত )
৫) বড় পা ( খুর সমেত )
৬) পাঁজরের গোশ হাড় সমেত
৭) কলিজা/ফেকশা
৮) দ্বিল
৯) ভূড়ি
১০) চামড়া ( থলে সমেত )
১১) লেঞ্জা ( এটা আমি বুক করে ফেলেছি স্পেশাল সুপ এর জন্য, আপনারা অন্যগুলো নিয়ে কিছু ভাবতে পারেন )।
তো আসুন কে কে ক্যাঙ্গারু ভোজন করতে চান আর কি কি আইটেম খেতে চান জানিয়ে যান। সময় খুব বেশি নেই। পরে কিন্তু গোশ্ত নিয়ে টানাটানি পড়ে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।