আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাম্পে কঙ্গনার হোঁচট!

সাফল্যের পথে এখনও হোঁচট না খেলেও র‌্যাম্পে সেটাই হল বলিউডের নতুন কুইনের। উইলস লাইফস্টাইল ইন্ডিয়ান ফ্যাশানের গ্রান্ড ফিনালে কঙ্গনা ছিলেন বড় আকর্ষণ। ডিজাইনার নম্রতা জোশিপুরারে পোশাক পরে হাঁটছিলেন কঙ্গনা।

কালো রঙের অফ শোল্ডার গাউন পরে যখন কঙ্গনা র‌্যাম্পে প্রবেশ করলেন, তখন চারিদিকে হাততালি। কিন্তু কঙ্গনা হাঁটা শুরু করতেই বিপত্তি। গাউনের কাপড় জড়িয়ে যায় পায়ে, সামনে কিছু হোঁচটা খেয়ে পড়েন। একেবারে পাকা মডেল, বহুবার র‌্যাম্পে হাঁটা কঙ্গনা তখন রীতিমত দিশাহারা। কোনরকমে হাঁটা শেষ করেন।

এই ছবি ওয়েবে প্রকাশ করতেই দেখার হিড়িক পড়ে যায়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।