আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম এসেছিল

সে এসেছিল এই খানে
নদী ঘুমায়ে যখন সরে গেছে দূরে,
নক্ষত্র কে দেখিয়ে বোবা মাটিকে শুনিয়েছিলো আগামীর কথা,
তারা জেগে ছিল সেদিন স্বপ্নালু চোখে
রাতের প্রথম প্রহরে দীর্ঘ এক প্রতীজ্ঞা নিয়ে;
সে এসেছিল এই খানে
এই বালু, মরা শামুকের দেশ-
ছায়াহীন চরে
গভীর পদচিহ্ন এঁকে।

প্রেমের ও আয়ু অসীম নয়
রাত শেষে নক্ষত্রের আলো ম্লান হলে স্বপ্নেরা ঝরে যায়
ঝরে যায় প্রেম,
প্রতীজ্ঞা, যত লেনদেন;
বুঝেছিল তারা, ফিরেছে দ্রুত ই স্বপ্ন থেকে বাস্তবে
তবু উদাসীন বালুতে পড়ে আছে আজো তার প্রস্থানের চিহ্ন-
এক গভীর পদরেখা,
তার চেয়ে ও গভীর কিছু অমোচনীয় দাগ নিয়েছে তারা অজান্তে তুলে বুকে
কিছুটা অচেনা ব্যাধি,
প্রেম এসে দিয়ে গেছে ওটুকু ই এই নিরস জীবনে
আমৃত্যু শূণ্যতা বোধের অলক্ষ্যে করেছে সায়ন।

সে এসেছিল এই খানে, চলে গেছে দূরে,
তবু কি যেন পড়ে আছে তার আজো এইখানে এই বুক ভাঙ্গা চরে
নিখোঁজ পাখির পালক যেমন পড়ে থাকে
বিলে আর ঝোঁপে শূন্যতা এঁকে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.