বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই মন্ত্রী ইউরোপের বিভিন্ন ব্যাংকে এই টাকা পাচার করেছেন বলে দুদক তথ্য পেয়েছে।
দুদকের তদন্ত বিষয়ক কমিশনার এম সাহাবুদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে যে তথ্য রয়েছে, তা বলছে তিনি (মোশাররফ) ইউরোপের বিভিন্ন ব্যাংকে শতাধিক কোটি টাকা অবৈধভাবে পাচার করেছেন। ”
স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তারের ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা যুক্তরাজ্যে পাচারের অভিযোগ এনে ইতোমধ্যে মামলা করেছে দুদক।
গত ৬ ফেব্রুয়ারি করা এই মামলায় খন্দকার মোশাররফ বর্তমানে কারাগারে রয়েছেন। তাকে গত ১২ মার্চ গ্রেপ্তার করা হয়।
দুদক কমিশনার সাহাবুদ্দিনের দাবি, একই সময়ে ইউরোপের অন্যান্য কয়েকটি ব্যাংকেও টাকা পাচার করেছিলেন মোশাররফ।
“যে প্রমাণের সাপেক্ষে দুদক মামলা করেছিল তা শুধু একটি ব্যাংকের তথ্য। ওই একই সময়ে ইউরোপের বেশ কয়েকটি ব্যাংকে তার টাকা পাচারের তথ্য আমাদের কাছে রয়েছে। ”
ফাইল ছবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।