আমাদের কথা খুঁজে নিন

   

মোশারফের শ’ কোটি ‘টাকা পাচারের’ খবর দুদকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই মন্ত্রী ইউরোপের বিভিন্ন ব্যাংকে এই টাকা পাচার করেছেন বলে দুদক তথ্য পেয়েছে।
দুদকের তদন্ত বিষয়ক কমিশনার এম সাহাবুদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে যে তথ্য রয়েছে, তা বলছে তিনি (মোশাররফ) ইউরোপের বিভিন্ন ব্যাংকে শতাধিক কোটি টাকা অবৈধভাবে পাচার করেছেন। ”
স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তারের ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা যুক্তরাজ্যে পাচারের অভিযোগ এনে ইতোমধ্যে মামলা করেছে দুদক।
গত ৬ ফেব্রুয়ারি করা এই মামলায় খন্দকার মোশাররফ বর্তমানে কারাগারে রয়েছেন।   তাকে গত ১২ মার্চ গ্রেপ্তার করা হয়।


দুদক কমিশনার সাহাবুদ্দিনের দাবি, একই সময়ে ইউরোপের অন্যান্য কয়েকটি ব্যাংকেও টাকা পাচার করেছিলেন মোশাররফ।
“যে প্রমাণের সাপেক্ষে দুদক মামলা করেছিল তা শুধু একটি ব্যাংকের তথ্য। ওই একই সময়ে ইউরোপের বেশ কয়েকটি ব্যাংকে তার টাকা পাচারের তথ্য আমাদের কাছে রয়েছে। ”

ফাইল ছবি

প্রয়োজনীয় তথ্যপ্রমাণ হাতে নিয়ে মোশাররফের বিরুদ্ধে শিগগিরই আরো মামলা করা হবে বলে জানান সাহাবুদ্দিন।
ফাইল ছবি
তবে মামলায় উল্লিখিত অর্থ অবৈধভাবে অর্জিত ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা হয়নি বলে দাবি কররে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক খন্দকার মোশাররফ।


তার দাবি, ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত লন্ডনে উচ্চতর ডিগ্রি অর্জনের সময় তিনি যে অর্থ আয় করেছিলেন, তা যুক্তরাজ্যের পুঁজিবাজারে বিনিয়োগ করেন। ওই অর্থই এত বছরে প্রায় সাড়ে ৯ কোটি ডলার হয়েছে।
দুদক কমিশনার সাহাবুদ্দিন বলেন, মোশাররফ ছাড়াও বিএনপির আরো কয়েকজন উচ্চপর্যায়ের নেতার বিদেশে অর্থ পাচারের তথ্য দুদকের হাতে রয়েছে।
তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চাননি তিনি।   “আমাদের কাজ দুর্নীতিবাজদের ধরা, তাদের অ্যালার্ট করা নয়।

এই মুহূর্তে তাদের নাম প্রকাশ হলে দুদকের তদন্তে সমস্যা হতে পারে। ”
কবে নাগাদ এদের সবার নাম প্রকাশ করা হবে- জানতে চাইলে সাহাবুদ্দিন বলেন, “আশা করি ৮-১০ দিনের মধ্যেই তাদের নাম আমরা গণমাধ্যমে প্রকাশ করতে পারব। ”
বিএনপি অভিযোগ করে আসছে,  দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হচ্ছে, যার উদ্দেশ্য সরকারবিরোধী আন্দোলন দমিয়ে রাখা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.