আমাদের কথা খুঁজে নিন

   

আলফাডাঙ্গা থানা বিএনপি'র সভাপতির পদত্যাগ

বিএনপির ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা শাখার সভাপতি মো. মুকিবুল হাচান পুটু মিয়া দল থেকে পদত্যাগ করেছেন।

আজ বিকালে তার ব্যাক্তিগত অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আমার শারীরিক অসুস্থতার কারনে আমি থানা বিএনপি'র সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমি আর রাজনীতি করব না। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল কমিটির সদস্য পদ থেকে আমি অব্যহতি নিলাম। রাজনীতি না করেও আমি বাকি সময়টা মানুষের সেবা করতে চাই।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন বঙ্গবন্ধু'র পরিবার আমার আত্মীয়। তাদের প্রতি আমার দূর্বলতা রয়েছে। আমি আওয়ামী লীগে যোগদান না করলেও তাদের প্রতি আমার সর্মথন থাকবে। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।