আমাদের কথা খুঁজে নিন

   

ব্লাসফেমির কাগজ

আপডেট: এই মাত্র ইস্টিশন ব্লগের এই লেখাটি পড়ে মনে হল আসলেই রাহী আর উল্লাসের বাবা-মা'র পরিচয় আর ঠিকানা প্রকাশ পেলে ওদের পরিবারের বাকি সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। ধর্মীয় অনুভূতি বলে কথা! তাই আমি সবগুলো ছবি থেকে বাবা-মা'র নাম আর ঠিকানা মুছে দিচ্ছি।

আমার অনেকদিন ধরেই জানার ইচ্ছা ছিল ধর্মীয় অবমাননার মামলার অভিযোগ বা অন্যান্য কাগজে আসলে কী থাকে। রাহী ও উল্লাসের মামলার কাগজ নির্ঝর মজুমদার তমালের কাছ থেকে সম্প্রতি আমার হাতে এসে পৌঁছেছে। যারা এই দুইজনকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দানের অভিযোগে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

আপনাদের অনুভূতি এরকম বাচ্চাদের সদ্যশার্প করা পেন্সিলের মত তীক্ষ্ন না হলে আমার এই ব্যাপারগুলোর খুঁটিনাটি জানা হত না। কথা না বাড়িয়ে কাগজগুলোর কপি দিয়ে দেই। এই লেখাটি শুধুই ডকুমেন্টেশন। এখানকার ছবিগুলো কপিরাইট ছাড়া নির্ঝর পাবলিক ডোমেইনে উন্মুক্ত করে দিয়েছেন।

প্রথমে দেখব এজাহারের কাগজ।

এর পর সিএমএম আদালতে আবেদন।

প্রথম পৃষ্ঠা:

দ্বিতীয় পৃষ্ঠা:

সর্বশেষ এফআইআরের কপি:

সোর্স: http://www.sachalayatan.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।