আমাদের কথা খুঁজে নিন

   

রেজিস্ট্রেশনবিহীন সিম বন্ধে হাইকোর্টের নির্দেশ

রেজিস্ট্রেশনবিহীন সিমকার্ড অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন। রুলে রেজিস্ট্রেশনবিহীন সিম বিক্রি না করার জন্য মোবাইল কোম্পানিগুলোর প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি  কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, স্বরাস্ট্রমন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, গ্রামীণ ফোন লিমিটেড, ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড, টেলিটক বাংলাদেশ লিমিটেড, অজিয়াটা বাংলাদেশ লিমিটেড, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেআর খান রবিন। রিটের শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।