আমাদের কথা খুঁজে নিন

   

কর্মনির্ভর শিক্ষাই দেশে প্রয়োজন

উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। এই বিপুল পরিমাণ শিক্ষার্থীকে জ্ঞান ও দক্ষতায় বিশ্বমানের করে গড়ে তোলা হলে যেকোনো পর্যায়ে আর্থসামাজিক লক্ষ্য অর্জন করা সম্ভব।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম সমাবর্তনে এসে গতকাল মঙ্গলবার শিক্ষা নিয়ে এভাবেই এগিয়ে যাওয়ার কথা বলেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের এবারই প্রথম সমাবর্তন। এই সমাবর্তন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৮৮০ জনকে ডিগ্রি প্রদান করা হয়।

তাঁদের মধ্যে অনবদ্য ফলাফলের জন্য ছয়জনকে আচার্য স্বর্ণপদক, ১২ জনকে উপাচার্য স্বর্ণপদক ও দুজনকে বঙ্গবীর ওসমানী স্বর্ণপদক দেওয়া হয়।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদও আছেন। সশস্ত্র বাহিনীর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
সমাবর্তন উপলক্ষে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক কেন্দ্রকে বর্ণিল সাজে সাজানো হয়। সেনাবাহিনীর প্রধান, নৌ ও বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান ছাড়াও পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ মানুষ হিসেবে ছাত্রদের গড়ে তুলতে হবে। সমাবর্তন বক্তা শিক্ষাবিদ ও তথ্যপ্রযুক্তিবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, বর্তমান পৃথিবীর মোট তথ্য ভান্ডারের শতকরা ৯০ ভাগই গত দুই বছরে সৃষ্টি হয়েছে। নতুন জ্ঞান আহরণের জন্য তথ্যপ্রযুক্তির এই দরজাকে ব্যবহার করতে হবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.