আমাদের কথা খুঁজে নিন

   

হাঁটাবাবার ভক্তদের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ

বুধবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষে প্রায় দুই ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাঁটাবাবার অনুসারীরা তার কবরের কাছে অনুষ্ঠান আয়োজন করছিল। স্থানীয় মাদ্রাসার ছাত্ররা এতে বাধা দিলে প্রথমে বাক বিতণ্ডা ও তারপর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় তাজমহল রোড, সলিমুল্লাহ রোড, শেরশাহ সুরী রোড এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।


পরে দাঙ্গা পুলিশ এসে রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
দুইপক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।



স্থানীয় বাসিন্দা কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাঁটাবাবার সমর্থকরা ওরশের নামে তার কবরস্থানে গান- বাজনার আয়োজন করলে মাদ্রাসার ছাত্ররা এসে বাধা দেয়। এরপরেই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় উভয়পক্ষই ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।


হাঁটাবাবা নামে পরিচিত জুলফিকার হায়দার গত ১৩ মার্চ মারা যান। ওই দিন সন্ধ্যায় তাজমহল রোড সংলগ্ন কবরস্থানে তার দাফন হয়।
কবরের স্থান নির্ধারণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও র‌্যাবের পাহারায় হাঁটাবাবার গোসল ও দাফন হয়।   
ভক্তদের কাছে পীর হিসেবে পরিচিত জুলফিকার হায়দারকে বিরতিহীনভাবে হাঁটতে দেখা যেত বলে স্থানীয় বাসিন্দারা তাকে চিনতেন হায়দার বাবা বা হাঁটা পীর নামে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.