ক্যালিফোর্ণিয়ার ভিসালিয়া শহরের পুবে সিকুইয়া ন্যাশনাল পার্কে একটা জায়ান্ট সিকুইয়া গাছ আছে, দুনিয়ার তৃতীয় বৃহত্তম গাছ, গাছটার নাম প্রেসিডেন্ট।
গাছটার বয়স প্রায় ৩২০০ বছর! ঐ যখন যীষু খ্রীষ্ট দুনিয়াতে এসেছিলেন তার অনেক আগেই ঐ গাছটা মানে জায়ান্ট সিকুইয়া কৈশোর অতিক্রম করেছে!
গাছটা ২৪৭ ফুট উঁচু, প্রথম শাখাটা ১২২ ফুট উঁচুতে, গোড়ার বের প্রায় ২৭ ফুট ।
একবারে এটার ক্লোজ আপ ছবি নেয়া সম্ভব না হওয়াতে ন্যাশনাল জিউগ্রাফিক এর একটা দল প্রচুর ক্রেন কপিকল রোপ ওয়ে তৈরী করে ১২৬ টা ফ্রেম তৈরী করে পরে ওগুলো জোড়া দিয়ে একখানা আস্ত ছবি তৈরী করে।
হ্যাঁ ঐ বিশাল ১২৬ ফ্রেমের ঐতিহাসিক ছবিখানা দেয়া গেলনা কারন এই পেজের কিছু সীমাবদ্ধতা আছে। ৫০০ কে.বি. এর বেশী নেয় না!
গাছটাতে কান্ড আর শাখা মিলিয়ে ৫৪০০০ কিউবিক ফুট কাঠ আছে! ভাগ্যিস গাছটা আমাদের দেশে জন্মায়নি, তাহলে নেতারা এতদিনে ৫৪০০০ কিবি কাঠের জন্য গাছটাকে কবেই সাবড়ে দিত!
আর ঐ পার্কটা শপিং মল হয়ে যেত!
সুত্র:
http://en.wikipedia.org/wiki/President_(tree)
http://imgur.com/XEk7nGn
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।