বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে এই অসন্তুষ্টির কথা জানান তিনি।
সুপার টেনে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে দুবার, শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ও আফগানিস্তান-নেদারল্যান্ডসের প্রস্তুতি ম্যাচে একবার করে ফ্লাডলাইট বিভ্রাটে কিছু সময় খেলা বন্ধ থাকে।
আইসিসি সভাপতি বলেন, “এই ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়। বিষয়টি নিয়ে বিসিবিকে আরো সতর্ক থাকতে হবে। আর যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।”
তবে সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে সন্তুষ্ট আইজ্যাক।
কক্সবাজারের স্টেডিয়াম প্রসঙ্গে তিনি বলেন, “সমুদ্রপাড়ের এই স্টেডিয়াম আর্ন্তজাতিক ক্রিকেটের জন্য খুবই উপযোগী। আশা করি, খুব শিগগিরই এখানে আর্ন্তজাতিক ম্যাচ হবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।