মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স সংকেত পাঠানো শিগগির বন্ধ করে দেবে। তার খোঁজে যোগ দিচ্ছে বিশেষ জাহাজ ও সাবমেরিন। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখনো হাল ছাড়তে রাজি নন।
ভারত মহাসাগরের দক্ষিণে কোনও একটি এলাকায় বিমানটি সমুদ্রে তলিয়ে গেছে– এমন অনুমান করা হলেও এখন পর্যন্ত তার একটি অংশও চিহ্নিত করা সম্ভব হয়নি। অনেকে মনে করছেন, অদূর ভবিষ্যতে তার কোনও সম্ভাবনাও নেই।
কিন্তু হাল ছাড়তে রাজি নয় বাকিরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার বলেছেন, 'এমএইচ৩৭০ ফ্লাইটের রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না। বিমানটি না পাওয়া পর্যন্ত যাত্রীদের আত্মীয় স্বজনরা শেষ আশা ছেড়ে শোক পালন করতে পারছেন না। তাদের মনের অবস্থা কল্পনা করাও কঠিন। '
অস্ট্রেলিয়ার পার্থ শহরের সামরিক ঘাঁটি পরিদর্শন করতে এসে নাজিব রাজাক সন্ধানের কাজে সক্রিয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই প্রচেষ্টাকে তিনি মানবজাতির ইতিহাসে সবচেয়ে কঠিন অনুসন্ধান অভিযান হিসেবে বর্ণনা করেন। তবে এমন পেশাদারি প্রচেষ্টার ফল অবশ্যই পাওয়া যাবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।