১১ এপ্রিল উড়ছে না বুনোহাঁস। অর্থাৎ বড় পর্দায় উঠবে না ওইদিন। মুক্তি পাবে আরও কিছুদিন পর। এমনটাই জানালেন, ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে এবং প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে টলিউডের এ ছবিটি।
আর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দেব।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছবিটির শুটিং হয় বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। এরপর থেকেই ছবিটির প্রতি এ দেশের মানুষের আগ্রহের মাত্রা বাড়তে থাকে। ঢাকায় অবস্থানকালে পরিচালক অনিরুদ্ধ জানিয়েছিলেন, ১১ এপ্রিল মুক্তি পেতে পারে ছবিটি। মূলত পহেলা বৈশাখকে সামনে রেখেই এ প্রস্তুতি ছিল তার।
সে সময় কিছুটা শঙ্কাও প্রকাশ করেছিলেন অনিরুদ্ধ। সেই শঙ্কাটাই সত্যি হলো।
ছবিটির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে, বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, আগের পরিকল্পনা অনুযায়ী বড় পর্দায় উঠছে না ‘বুনোহাঁস’। একদিকে ভারতের লোকসভা নির্বাচন অন্যদিকে ছবিটির সাউন্ডের কাজ কিছুটা বাকি থাকায় পিছু টান দিয়েছি। সহকর্মীরাও আমার সঙ্গে একমত হয়েছেন।
তাদের মতে, এই সময় মুক্তি পেলে হিতেবিপরীত হতে পারে। কারণ ভারতে এখন নির্বাচনের আমেজ। সেই সঙ্গে সাউন্ড নিয়ে আরও কিছু ঘষামাজা চলছে।
অনিরুদ্ধ আরও বলেন, এই মাসের শেষে সিদ্ধান্ত নিতে পারব ছবিটি কবে নাগাদ প্রেক্ষাগৃহে উঠবে। ইতোমধ্যেই হল মালিকদের সঙ্গে কথা সেরে ফেলেছি।
চেষ্টা করছি গোটা ভারতেই ছবিটি মুক্তি দিতে। সে পরিকল্পনা নিয়েই এগুচ্ছি।
এছাড়া বাংলাদেশে শুটিংকালীন এখানকার আতিথেয়তা এখনো তার মনে দাগ কাটে বলে জানান তিনি। তাই তো স্মৃতির পাতা থেকে বের করে অনিরুদ্ধ আরও একবার বললেন, যেখানে গিয়েছি সেখানেই সহযোগিতা পেয়েছি। মানিকগঞ্জের মতো জায়গায় ১০ থেকে ১২ হাজার লোকের সমাগমকে স্থানীয় প্রশাসন যেভাবে হ্যান্ডেল করেছে তা চমত্কার ও প্রশংসনীয়।
গভীর রাত পর্যন্ত শুটিং স্পটে সহযোগিতা করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।