আমাদের কথা খুঁজে নিন

   

বেওয়ারীশ লাশগুলো গ্যাস- কারেন্টে জ্বালিয়ে পচিয়ে মাংশ সরিয়ে তার কংকাল,হাড়,বোন সব মহাধুমধামে বেচাকেনা করছে একটি চক্

হায় ! হায়! চোখের সামনে এ কি দেখাল ইনডিপেনডেন্ট টিভি’র তালাশ টিম...ঢাকার আঞ্জুমান মফিদুল আর মর্গে বেওয়ারীশ লাশগুলো গ্যাস- কারেন্টে জ্বালিয়ে পচিয়ে মাংশ সরিয়ে তার কংকাল,হাড়,বোন সব মহাধুমধামে বেচাকেনা করছে একটি চক্র..সুমন,উজ্জল এরা সব স্বীকার করল, দেখাল কিভাবে মাংশ ছড়ানো হচ্ছে, বড় পাত্রে রেখে লাশ জ্বালানো হচ্ছে! উফ্ আমার মাথা ঘুরছে! একি দেখলাম ...আঞ্জুমানে যেসব বেওয়ারিশ লাশ আসে তার শতকরা ৫ভাগও দাফন হয় না, কিছু মাংসের দলা মাঝে মধ্যে মাটি চাপা দেয় আঞ্জুমান!.......রাষ্ট্রের অতি নিরাপদ আর অতি স্পর্শকাতর স্থানে মৃত্যুর পরে এই হয়! সাবাস তালাশটিম.. সাবাস এসব মুখোশ খোলার জন্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।