আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের সেমি-ফাইনাল

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে প্রথম সেমি-ফাইনালে ২৭ রানে জিতেছে শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের ফাইনালে এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করে শ্রীলঙ্কা।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৩ ওভার ৫ বলের সময় নামে ঝড়। এ সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৮০/৪।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতি সে সময় জিততে ১০৮ রান করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু প্রায় ২৫ মিনিটের প্রচণ্ড ঝড় আর শিলা-বৃষ্টির পর খেলা আর শুরু করা যায়নি।

লক্ষ্য তাড়া করতে নেমে নুয়ান কুলাসেকারার প্রথম ওভার থেকে ১৭ রান নিয়ে ভালো শুরু করলেও পরের ১৭ রান তুলতে ৬ ওভার খেলতে হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের।

পঞ্চম ওভারের প্রথম বলে ক্রিস গেইল ও পঞ্চম বলে ডোয়াইন স্মিথকে বোল্ড করে শ্রীলঙ্কাকে চালকের আসনে নিয়ে আসেন অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটালেও নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমালকে ফেরায়নি শ্রীলঙ্কা।

তাই টানা দ্বিতীয় ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার।

অষ্টম ওভারের প্রথম বলে লেন্ডল সিমন্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শিরোপাধারীদের বিপদ আরো বাড়ান টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা সেকুগে প্রসন্ন।

মারলন স্যামুয়েলসকে নিয়ে ড্যারেন ব্রাভো দলকে লড়াইয়ের ফেরানোর চেষ্টা করছিলেন। জয়াবর্ধনের দুর্দান্ত ক্যাচে ব্রাভোর বিদায়ে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ব্রাভোর বিদায়ের পর মাত্র তিন বল খেলা হয়।

এরপরই হানা দেয় বৃষ্টি। মাঠে নামলেও কোনো বল খেলতে পারেননি অধিনায়ক স্যামি।

এর আগে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন তিলকারত্নে দিলশান ও কৌশল পেরেরা। ব্যাটের ভেতরের কানায় লেগে কৌশল বোল্ড হয়ে গেলে ভাঙে চার ওভার স্থায়ী ৪১ রানের উদ্বোধনী জুটি।

কোনো বল না খেলে মাহেলা জয়াবর্ধনের শূন্য রানে বিদায়ে ছন্দ হারায় শ্রীলঙ্কা।

রান নিতে গিয়ে একটু দেরিতে দৌড় শুরু করায় রান আউট হয়ে যান তিনি।

আরেক ব্যাটিং ভরসা কুমার সাঙ্গাকারা স্যামুয়েল বদ্রিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে গেলে অস্বস্তিতে পড়ে গত আসরের রার্নাসআপরা। সেখান থেকে লাহিরু থিরিমান্নের সঙ্গে দিলশানের ৪২ রানের জুটি স্বস্তি ফেরায় শ্রীলঙ্কা শিবিরে।

দিলশানের রান আউটে ভাঙে ৪৩ বল স্থায়ী জুটি। পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ২১ বলে ৩০ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন থিরিমান্নে (৪৪)।

তার ৩৫ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।

শুরুতে খুব একটা স্বচ্ছন্দ্য না থাকলেও নিজেকে ফিরে পেতে বেশি সময় নেননি ম্যাথিউস। ২৩ বলে তার ৪০ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে দেড়শ’ পার হয় শ্রীলঙ্কার সংগ্রহ। এ রান করার পথে সেকুগে প্রসন্নর সঙ্গে ১৮ বলে ৩৯ রানের জুটি গড়েন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ক্রিসমার সানতোকি ২ উইকেট নেন ৪৬ রানে।



সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬০/৬ (কৌশল ২৬, দিলশান ৩৯, জয়াবর্ধনে ০, সাঙ্গাকারা ১, থিরিমান্নে ৪৪, ম্যাথিউস ৪০, প্রসন্ন ৬*; সানতোকি ২/৪৬, বদ্রি ১/২৩, রাসেল ১/৩৭)

ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৫ ওভারে ৮০/৪ (স্মিথ ১৭, গেইল ৩, সিমন্স ৪, স্যামুয়েলস ১৮*, ব্রাভো ৩০, স্যামি ০*; মালিঙ্গা ২/৫, প্রসন্ন ১/১৫, কুলাসেকারা ১/২২)

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।