আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় অচিনপুর,বহুদুর থেকে,আসছে এ গাড়ি চলছে চলছে নাহি জানে,দিতে হবে পারি, হর্নটা ভীষণ চাঙ্গা,বাজায় সে রঙ্গিন বাঁশি কেউ শুনেনা?করে শুধু গুমরে পারা আড়ি। নিজের মাঝে আহা চলছে রে,সুন্দর গাড়ি। ক্লান্ত দেহে,খুঁজে ফিরি কোথায় তার পারি পাগল পারা শূন্য ধারা,সবি করে চুরি। ও প্রাণ প্রিয় গাড়ি,সিদ্ধি সাধক আর লালন পায়নি খুঁজে সোনা বরণ পাখি। শূন্যতারায় হাছনরাজায় বানালো বাড়ি। দৃশ্যহীণ চোখে চোখে দূরবীন বিধি বড় অসীম চলার জন্য বলো ধন্য পাঠায়াছে কত না রাসুলোও নবী,বিধি বড় অসীম। রঙ্গমঞ্চে ছাড়লে গাড়ি,ইঞ্জিন কলমে ধরবে কালি শেষ বিচারে মুঝবেনা পাপের কাড়ি। লেখার তারিখঃ ২৩/১২/১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।