শনিবার প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরুর অভিজ্ঞতা অবশ্য খুব একটা সুখকর ছিল না রিয়ালের।
বল দখলের জন্যই লড়তে হচ্ছিল তাদের। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে সহজ ও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরু থেকে রোনালদোবিহীন রিয়ালের আক্রমণভাগের দুর্বলতা ভালোই চোখে পড়ছিল। উল্টো গোছানো ফুটবলে মাঠের কর্তৃত্ব দখলে রাখে সোসিয়েদাদ।
১৫ ও ২৩ মিনিটে দারুণ দুটি সুযোগও পেয়েছিল স্বাগতিকরা; কিন্তু গোল মেলেনি।
তবে বল দখলে পিছিয়ে পড়লেও বিরতির ঠিক আগমুহূর্তে রিয়ালকে এগিয়ে দেন আসিয়ের ইলারামেন্দি। স্ট্রাইকার করিম বেনজেমার জোরালো শট স্বাগতিক গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত
করতে পারেননি। ফিরতি বল পেয়ে গোলটি করেন স্পেনের এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা হলেও আক্রমণভাগে ছন্দ ফিরে পায় রিয়াল।
৫০ ও ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর দুটি সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ব্যর্থতা পিছু ছাড়েনি।
৬৬ মিনিটে বেনজেমার দুর্দান্ত একটি শট গোলপোস্টে বাধা পায়। তবে পরক্ষণেই গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান গ্যারেথ বেল। ওখান থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।
৮৫ মিনিটে পেপের গোলে জয়টাও নিশ্চিত হয়ে যায় লা লিগার সফলতম দলটির। ডিফেন্ডার স্যার্হিও রামোসের ফ্লিক থেকে গোলটি করেন পর্তুগালের এই ডিফেন্ডার। আর ৮৮ মিনিটে মিডফিল্ডার আনহেল দি মারিয়ার পাস থেকে শেষ গোলটি করেন বদলি স্ট্রাইকার মোরাতা।
এই জয়ের ফলে ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখলো রিয়াল।
৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আতলেতিকো মাদ্রিদ।
শনিবারের প্রথম ম্যাচে রাউল গার্সিয়ার একমাত্র গোলে ১-০ গোলে ভিয়ারিয়ালকে হারায় তারা।
সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। শনিবারের আরেক ম্যাচে রিয়াল বেতিসকে ৩-১ গোলে হারায় মেসিরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।