গত ৪ এপ্রিল, ২০১৪ ঢাকা টোব্যাকো কোম্পানির ব্যবস্থাপনা ও নির্বাহী পরিচালক একটি হেলিকপ্টারে চড়ে লালমনিহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীতে আসেন এবং তামাকচাষিদের সাথে মত বিনিময় করেন। স্থানীয় গণ্যমান্যদের অভিযোগ তামাক কোম্পানির এই ঊধ্বর্তন কর্মকর্তারা চাষিদের তামাকচাষে উৎসাহিতকরণের লক্ষেই এ আয়োজন করেছে, যা এখানকার জনস্বাস্থ্য ও কৃষির জন্য বিরাট হুমকি। উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ এ - “তামাকজাত দ্রব্য উৎপাদন ও উহার ব্যবহার ক্রমাগত নিরুৎসাহিত করিবার জন্য উদ্বুদ্ধ, এবং তামাকজাত সামগ্রীর শিল্প স্থাপন, তামাক জাতীয় ফসল উৎপাদন ও চাষ নিরুৎসাহিত, করিবার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করিতে পারিবে” উল্লেখ থাকলেও এখন পর্যন্ত কোন উদ্যোগ চোখে পড়ছে না।
বিস্তারিত: https://www.facebook.com/tobaccoindustrywatchbd
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।