ভালবাসুন তাকে, নিজেকে এবং অবশ্যই দেশকে। লারা এবং শচিনের ব্যাটিং দেখে দেখেই ক্রিকেটকে ভালবাসা শুরু। সেই ১৯৯৬ থেকে এই দুজনের ব্যাটিং দেখতাম মুগ্ধ নযনে। এদের ক্লাসিক ব্যাটিং বিশ্বের যেকোনো বোলিং লাইন তছনছ করে দিত। লারা, শচিন ছিলেন ক্রিকেটের শিল্প। এরা দুজন ছিলেন ভাল বন্ধু, মানুষ হিসেবে ও ছিলেন অমায়িক । বর্তমানে অনেক ভাল ব্যাটসম্যান এসেছে, এরা শর্ট ভার্সনে অনেক রান করেছে, এরা অনেখ এগ্রেসিভ, কিন্তু ক্লাসিক ব্যাটিং আর দেখি না। এ জীবনে আর একজন লারা, কিংবা শচিন দেখব কিনা সন্দেহ আছে। এ্যালিস্টার কুক এবং বিরাট কলির ভিতরে এদের কিছুটা ছায়া দেখা যাচ্ছে, আগামীর দিকে তাকিয়ে রইরাম..................... ............................................................ ........................................................... ..........................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।