কক্সবাজারের চকরিয়ায় ২টি বস্তা থেকে ২৭ কেজি ৬শ' ৫৪ গ্রাম স্বর্ণ ও প্রায় সাড়ে ১১লক্ষ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। আজ সোমবার ভোর রাতে চকরিয়ায় চিরিঙ্গা সমবায় সমিতি মার্কেটের দোকান থেকে এসব স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়। এসময় করিয়া উপজেলার চিরিঙ্গা হিন্দু পাড়ার স্বর্ণ ব্যবসায়ী নন্দন রামধর (৫০), তার ছেলে সুমন রামধর (৩০) ও পলাশ রামধর (২৭) কে আটক করা হয়। অবশ্য, চকরিয়া স্বর্ণ ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দরা দাবী করছেন, উদ্ধারকৃত স্বর্ণ গুলো মহাজনী ব্যবসা এবং বিভিন্নভাবে বন্ধকী স্বর্ণ।
কক্সবাজার ১৭ বিজিবি'র সেক্টর কমান্ডার লে. কর্নেল ফরিদ হাসান জানিয়েছেন, সোমবার ভোর রাতে বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ রাখার গোপন খবরে চকরিয়া থানার পুলিশ ও বিজিবি'র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী নন্দন রামধরে মালিকাধীন স্বর্ণের দোকানে ও তার বাড়িতে অভিযান চালান। এসময় ২৭ কেজি ৬শ' ৫৪ গ্রাম স্বর্ণ,৭শত গ্রাম রুপা, ১১লক্ষ ৪৫ হাজার ৯শত ৫২ টাকা উদ্ধার করা হয়।
এদিকে, চকরিয়া স্বর্ণ ব্যবসায়ী সমবায় সমিতি'র আহবায়ক সোনাধর মহাজন ও সাবেক সভাপতি রতন বরণ দাশ জানিয়েছেন, পুলিশ ও বিজিবি সম্পূর্ণ অন্যায়ভাবে ব্যবসায়ীদের উপর চড়াও হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সম্পর্ণ বৈধ উল্লেখ করে তাদের মহাজনী ব্যবসার লাইসেন্স এবং সম্পূর্ণ সরকারী রাজস্ব দিয়ে ব্যবসা করে আসছেন বলে জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।