আমাদের কথা খুঁজে নিন

   

শেষরাতে ভণ্ড পীরের ফোন!

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন রাত তখন আনুমানিক ৩ টা । মায়ের ঝারি খেয়ে বিরক্ত হয়ে সবেমাত্র ঘুমে দু'চোখ এক করেছি । এরই মাঝে অচেনা এক নাম্বার থেকে ফোন এলো । হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে হুজুর টাইপের গলায় কেউ একজন সালাম দিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে (তার ভাষ্যমতে) অবশেষে বললেন, "ভাইজান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? ... " জীনের ভয় দেখিয়ে টাকা-পয়সা চাইবে, এর আগেই "ভাই, ঘুমাতে দেন ।" -বলে ফোন কেটে দিলাম । এতদিন এসব গল্প অনেক শুনেছি । গতকাল রাতে অভিজ্ঞতা হল । আসলেই, এত রাতে ঘুমের মাঝে কেউ যদি ফোন করে গলার স্বর এমন বিকৃত করে কথা বলে নিজেকে জীন বা পীর দাবি করে টাকা পয়সা চায়, আর না দিলে এটা ওটা হবে বলে ভয় দেখায়,তাহলে অনেকেরই রাতের ঘুম হারাম হওয়ার কথা বৈকি! আমি নাহয় কেটেই দিলাম ফোনটা, কিন্তু একবার ঘুম ভেঙ্গে যাওয়ার পর আবার ঘুমাতে কষ্ট হয়েছে খুব ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।