আমাদের কথা খুঁজে নিন

   

লিভোরনোকে হারিয়ে শিরোপার পথে জুভেন্টাস

সোমবার রাতে নিজেদের মাছে ম্যাচের ৩২তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন লরেন্তে। তিন মিনিট পরই হেডে জয়সূচক গোলটি করেন স্পেনের এই ফরোয়ার্ড।
ছয় ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা এএস রোমার চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে আন্তোনিও কোনতের দল।
বড় কয়েকটি অঘটন না ঘটলে ৩২ ম্যাচে ৮৪ পয়েন্ট পাওয়া জুভেন্টাসের শিরোপা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বড় ম্যাচ বলতে সামনে আছে কেবল রোমার মাঠে লড়াই। এছাড়া মাঝারি মানের দল উদিনেজে, আতলান্তা ও কাইলিয়ারি এবং অবনমনের ঝুঁকিতে থাকা বোলেনিয়া ও সাস্সুয়োলোর বিপক্ষে খেলবে তোরিনোর ক্লাবটি।
আর রোমার মুখোমুখি হতে হবে ফিওরেন্তিনা ও এসি মিলানের মতো দলের।
সোমবার রাতে পরের ম্যাচে এসি মিলান ২-১ গোলে হারায় জেনোয়াকে।
 

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.