আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেস্টের স্বর্ণ নিয়ে স্পিকারের নেতৃত্বে কমিটির দাবি

মঙ্গলবার সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই দাবি তোলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকার বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেয়। কয়েক পর্যায়ে অনেককে সম্মাননা ইতোমধ্যে দেয়া হয়েছে।
একটি জাতীয় দৈনিকে গত ৬ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,ওই ক্রেস্টে যে পরিমাণ স্বর্ণ থাকার কথা ছিল, তা দেয়া হয়নি। ক্রেস্টে রুপার বদলে দেয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।

ফাইল ছবি

সংসদে বিষয়টি তুলে ফরাজী বলেন, “যে ক্রেস্ট দেয়া হয়েছে তার ১২ আনাই ভুয়া। এক ভরির জায়গায় সোনা ছিল ৩ আনা। এটা কে করেছে? সচিব জড়িত ছিল।”
ফাইল ছবি
এর তদন্তে কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, “কর্মকর্তাদের দিয়ে তদন্ত কমিটি গঠন করলে চলবে না, উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে হবে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।