আমাদের কথা খুঁজে নিন

   

সায়াদ হত্যা: বাকৃবির ৬ ছাত্র বহিষ্কার

বিশ্ববদ্যিালয় রেজিস্ট্রার আবদুল খালেক জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিন্ডিকেটের জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর মধ্যে ছাত্রলীগের তিন নেতাকে আজীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
আজীবন বহিষ্কৃতরা হলেন, আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজয় কুমার কুন্ডু, ছাত্রলীগের সদস্য রোকনোজ্জামান রোকন এবং কর্মী রেজাউল করিম রেজা।
এছাড়াও শেষ বর্ষের শিক্ষার্থী নাজমুল সাদাত রাসেল, দেওয়ান মোহাম্মদ মুরাদকে চার বছরের জন্য এবং দ্বিতীয় বর্ষের মো. অন্তর চৌধুরীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
সুজয় ও রোকনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।


এর আগে মঙ্গলবার বোর্ড অফ রেসিডেন্টস অ্যান্ড স্টুডেন্টস ডিসিপ্লিনের কমিটির বৈঠকে ছয়জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়। এর ভিত্তিতে সিন্ডিকেটের জরুরি বৈঠকে মাধ্যমে এ চূড়ান্ত সিদ্ধান্ত নেয় হল।

সায়াদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আট দিন ধরে আন্দোলন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।
গত ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে সংগঠনের এক পক্ষের নেতাকর্মীদের হামলায় নিহত হন ছাত্রলীগের হল শাখার সাংগঠনিক সম্পাদক সায়াদ ইবনে মোমতাজ সাদ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।


এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখান করে তদন্ত কমিটির সুপারিশকৃত ছয়জনকেই আজীবন বহিষ্কারের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে আন্দোলন অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।