আমাদের কথা খুঁজে নিন

   

256 MB RAM যুক্ত Android মোবাইলের জন্য কিছু চমৎকার গেমস [পর্ব-০৩]

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউনের ৩য় পর্ব।
(প্রথম পর্বে ছিল- NFS Shift, Riptide GP, Jungle Fly, Air Attack HD full, Dirt Road Trucker 3D)
(দ্বিতীয় পর্বে ছিল-The Island Castaway, Cut the Rope: Time Travel, Where's My Water?, Raging Thunder 2 HD, Metal Sluge 3)
আজকের গেম গুলো একটু অন্যরকম। আজ আপনার 256 MB RAM এর মোবাইলটিকে বানিয়ে দিব ছোট বেলায় দোকানে গিয়ে খেলা Video game. King of fighter 97 PLUS, Bomber man, Mostofa, Double Dragon সহ সকল classic গেম গুলো খেলতে পারবেন আপনার মোবাইল এ। খেলার জন্য প্রথমে নিচে দেয়া software টি Download করুন (all mediafire link)। software টির নাম  Tiger emulator।



আপনি Tiger emulator.rar ফাইলটি download করেছেন। এটি Extract করলে ৩টি ফাইল পাবেন। Tiger 2.2.apk, Tiger 3.1.3.apk & neogeo.zip। এই software এর আরও update version থাকলেও সেগুলো use করবেন না। Tiger 2.2 বেশি ভালো।

কিন্তু Android Jellybean এ support করে না। তাই   Jellybean এর জন্য Tiger 3.1.3 দিলাম।  neogeo.zip ফাইলটি ভুলেও Extract করবেন না। প্রথমে আপনার sdcard এ "ROMs" নামে একটি folder বানান। এবার "ROMs" folder টি ওপেন করে এর ভিতরে "arcade2" নামে একটি folder বানান।


এবার neogeo.zip ফাইলটি sdcard এর ROMs/arcade2/ ফোল্ডারে রাখুন।  Jellybean হলে 3.2 আর অন্যগুলো হলে যেকোনো একটি Tiger.apk install দিন।  Tiger Arcade opean করুন। মোবাইল এর option বাটন টাচ করে Setting এ যান। Orientation এ Landscape select করুন।

Scaling mode এ Stretched select করুন। Virtual keypad setting থেকে Vibrate off করুন, Controls size থেকে আপনার সুবিধা মতো size select করবেন এবং D-pad+buttons layout থেকে Bottom+Bottom select করুন। আর কিছু change করবেন না। আপনার video game ready। এবার নিচে থেকে গেম গুলো Download করুন এবং খেলুন।

প্রটিতি গেমের জন্য একটি করে zip file download হবে।  zip file টি আপনার sdcard এর ROMs/arcade2/ ফোল্ডারে রাখুন। কোনো গেম install দেয়া লাগবে না।  কোনো ফাইল extract বা Rename করবেন না। এবার Tiger Arcade opean করে দেখুন গেমটির নাম দেখাবে।

এবার ইচ্ছা মতো খেলুন।




KOF 97 PLUS খেলতে হলে প্রথমে আপনাকে KOF 97 normal টা নামাতে হবে।
KOF 97 normal & 97 PLUS এর ZIP file দুটি ডাউনলোড করার দুটোকেই আপনার sdcard এর ROMs/arcade2/ ফোল্ডারে রাখুন।  এবার Tiger Arcade opean করে দেখুন দুটি kof 97 দেখাবে। একটি normal এবং আরেকটি PLUS।

কখনই  normal টা delete করবেন না। করলে PLUS টা খেলতে পারবেন না। Z বাটন টাচ করলে power জমবে এবং Y বাটনে টাচ করলে side কাটবে।
(বিঃ দ্রঃ KOF 97 খেলা শুরু করার আগে আপনার মোবাইলটি Restart দিন, RAM clean করুন এবং তারপর গেমটি খেলুন। Tiger arcade এর  যেকোনো গেমে প্রবলেম হলে এই কাজটি করবেন)
যদি আপনাদের ভালো লাগে তবে পরবর্তী পর্বে আরও গেমের ROM দিব।

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।