আমাদের কথা খুঁজে নিন

   

অলস মস্তিস্কের অলস ভাবনা........

একটা জরুরী কাজে আজ সকালে উত্তরা থেকে তেজগাঁও যাচ্ছিলাম। এয়ারপোর্টের ঠিক সামান্য আগেই আমাদের গাড়ীটা থেমে গেলো, বিশাল লম্বা লাইন, ভাবলাম সিগন্যালে হয়তো বেশী সময় নিচ্ছে। কিন্তু মহাকালী থেকে টংগী গামী রাস্তাটা দেখলাম পুরোটাই ফাঁকা, কিছুক্ষন পর পর পুলিশের বাইক শা শা করে টংগীর দিকে যাচ্ছে........ যা বুঝার বুঝে নিলাম, কোন মন্ত্রী বা তারচেয়েও বেশী ভিআইপি(!) মর্যাদার কেউ নিশ্চয়ই আজ এই রাস্তায় যাবে, সুতরাং আমাদের মতো সাধারন লোকজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে সেটাই স্বাভাবিক!!!

হঠাৎ বয়স্ক একজন অতি সাধারন লোক গাড়ীর ফাঁক ফোকর দিয়ে পুর্ব পাশ থেকে পশ্চিম পাশের ডিভাইডার পর্যন্ত চলে গেলো, মানে এয়ারপোর্ট এর পাশে যাবে আর কি, কিন্তু বিধি বাম, বেচারা যেই মাত্র ডিভাইডারের ফাঁক গলে রাস্তায় পা দিলো, ওমনি দারোগা টাইপের এক পুলিশ প্রায় বাঘের মতো বেচারার উপর চেপে বসলো......... নাহ্ এটা থাক। পুলিশি বাঘের গল্প না হয় অন্যদিন।

যাই হোক প্রায় আধা ঘন্টা পর মাননীয় প্রধানমন্ত্রী সুনশান নীরব, যানজট বিহীন, ১০০ % সিকিউরড রাস্তা দিয়ে চোখের পলকে চলে গেলেন! দৃষ্টিভ্রম নাকি চোখের ভুল সেটা বুঝতে পারলাম না , তবে সেকেন্ডের ভগ্নাংশ সময়ের জন্য প্রধানমন্ত্রীর চোখে মুখের তৃপ্তির ছবিটা আমার মস্তিস্কে আটকে গেলো ।
আমার অলস মস্তিস্কে কিছু ভাবনার খেলা চলতে থাকলো, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভাবছেন " আহ দেশের জন্য কত কিছু করলাম, উন্নয়ন আর উন্নয়ন, ফ্লাইওভার, আন্ডার পাস, ডিজিটাল বাংলাদেশ ....... কত মধুর সব কাজ.... দেশটাকে নিম্ন আয়ের থেকে মধ্য আয়ের দেশে নিয়ে এলাম, আর কটা দিন সময় পেলে দেশটাকে ইউরোপ না হোক , নিদেনপক্ষে সিংগাপুর, মালয়েশিয়ার সম পর্যায়ে নিয়ে আসবো........ "

হঠাৎ পুলিশ ব্যারিকেড উঠে গেলো, শুরু হলো হর্নের বিকট আওয়াজ, কে কার আগে যাবে....... আবার এয়ারপোর্ট গোলচক্কর দিয়ে হাজার হাজার মানুষ এপাশ থেকে ওপাশে পাড়ি দেয়ার চ্যালেন্জিং কাজে জীবনের রিস্ক নিয়ে রাস্তায় নেমে এসেছে.........

আচ্ছা, প্রধানমন্ত্রী কি একবারও ঐ বয়স্ক লোকটার কথা, কিংবা নিরাপত্তার অযুহাতে তীব্র গরমে আটকে পড়া গাড়ীর শত শত যাত্রী , নিদেনপক্ষে রাস্তার দু পাশের হাজার খানেক মানুষের কথা একবারও ভেবেছিলেন???

ধুর, উনি দেশের প্রধানমন্ত্রী, কত বড় বড় কাজ উনাকে করতে হয়, এই সব সামান্য-নগন্য মানুষের এত ছোট ছোট বিষয় নিয়ে ভাবার সময় কোথায়........


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।