আমাদের কথা খুঁজে নিন

   

ইষ্টার্ন প্লাসে কম্পিউটার ও মোবাইল মেলা শুরু

ঢাকার শান্তিগরে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে আজ থেকে শুরু হয়েছে কম্পিউটার ও মোবাইল মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত এই মেলা চলবে আট দিন। মেলা সবার জন্য উন্মুক্ত।
মেলায় কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

আয়োজকেরা জানিয়েছেন, মেলায় ১৫০ টির বেশি প্রতিষ্ঠান প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে।

মেলায় ক্রেতারা পণ্য কিনলে পাচ্ছেন বিশেষ কুপন। একদিন পরপর কুপন নিয়ে অনুষ্ঠিত হবে র্যাফল ড্র। মেলার প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম দিনে কুইজ প্রতিযোগিতা হবে।

আজ বুধবার সকালে মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার এবং বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ।


তথ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে ইন্টারনেট থেকে ভ্যাট তুলে দেয়ার জন্য চেষ্টা থাকবে। কম্পিউটার যন্ত্রাংশের যেসব পণ্যে এখনও শুল্ক রয়েছে তা তুলে দেয়ার দাবিও থাকবে। ’
হাসানুল হক ইনু আরও বলেন, ‘ইন্টারনেটকে ব্যবহার করতে হবে মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য, শিশু ও নারীদের কল্যাণের জন্য। ইন্টারনেট যেন শিশুর ও নারীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সমাজে বিশৃংখলা সৃষ্টি না করতে পারে, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতাকে উস্কে না দেয় সেজন্য সতর্ক থাকতে হবে। ’

জুনায়েদ আহমেদ বলেন, কম্পিউটার ও মোবাইল জীবনের অংশ, কাজের উপাদান।

এটি ছাড়া একটি মুহুর্তও কল্পনা করা যায় না। ডিজিটাল বাংলাদেশ ঘোষণার মধ্য দিয়ে সম্ভাবনার যে দ্বার উন্মোচিত হয়েছে তা দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.