আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইয়ে পুলিশ-পিকেটার সংঘর্ষ

জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কেরামত আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে এ হরতালের ডাক দেয় দলটি।
শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি বজলুর রশিদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে শহরের শিবতলা মোড় এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।
মিছিলটি আরামবাগ মোড়ে পৌঁছে রাস্তায় ইট ফেলে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ‍পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এসময় তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া পুলিশ শিবতলা এলাকা থেকে দুটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে বলে জানান ওসি বজলুর।
হরতালে ভোর থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।


সকাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে কিছু হাল্কা যান চলছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।