বলিউডে চুমু আর বিকিনি পরায় এক ধাপ এগিয়ে রয়েছেন আলিয়া ভাট। প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ বিকিনি পরে ফেলেছেন। তৃতীয় ছবি 'টু স্টেটস'-এ চুমুও খেয়েছেন। তবে নগ্নতায় কড়া না রয়েছে আলিয়ার।
একটি সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, 'আমি কখনই কোনও নগ্নতার দৃশ্যে অভিনয় করব না।
ব্যাপারটার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য নই। বেশির ভাগ রোম্যান্টিক কমেডি যেখানে শেষ হয়, টু স্টেটস সেখান থেকে শুরু হয়েছে। যেখানে দুজন অনেকদিন একসঙ্গে রয়েছে, বিয়ের কথা ভাবছে। তাই তাদের মধ্যে অন্তরঙ্গতা দেখাতেই চুমুর দৃশ্যের ব্যবহার করা হয়েছে। ওরা আধুনিক, মুক্ত চিন্তাভাবনার, আবার খুব রক্ষণশীল পরিবারে মানুষ।
ট্রেলরে ৩ সেকেন্ডের যে চুমুর দৃশ্য রয়েছে ছবিতেও সেরকমই দেখতে পাবেন। '
চুমুর দৃশ্য ট্রেলরে রাখা হয়েছে প্রচারের কারণে? এই প্রশ্নের উত্তরে আলিয়ার স্পষ্ট জবাব, 'না, প্রচারের স্বার্থে নয়। বিয়ের জন্য ভালবাসা জরুরি। চুমু ছাড়াও অনেক পারিবারিক দৃশ্যও রয়েছে ছবিতে। টু স্টেটস পারিবারিক ছবি।
'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।