আমাদের কথা খুঁজে নিন

   

সিপিএ (কস্ট পার এ্যাকশন) শেখার জন্য আকুল আবেদন


সিপিএ শেখার জন্য বেশ কয়েকদিন থেকে অনেক ঘাটাঘাটি করছি। একদম নতুন তাই বিভিন্ন সিপিএ সাইটে গিয়ে দাঁত বসাতে ব্যর্থ হয়েছি। বাংলা কোন টিউটোরিয়ালও পাচ্ছিনা। বহু তদ্ববীর করে একজন ভদ্রলোককে পেলাম তিনি কথা দিয়েও "সময় নাই", "ঝামেলায় আছি"," দৌঁড়ের উপর আছি" ইত্যাদি বলে প্রচুর সময় পার করে দিচ্ছেন, তাকে ১ হাজার টাকাও দিয়েছি শুরু করার জন্য কিন্তু ভদ্রলোক এখন পুরোপুরি প্রতারকের ভুমিকা পালন করছেন। খুব কষ্ট পাচ্ছি এতো শিক্ষিত, মার্জিত মানুষটার এই ধরনের আচরনে।

ভদ্রলোক অনেককিছু জানেন তাই তার শরণাপন্ন হয়েছিলাম।

যাইহোক আমি এখানে সিপিএ বিষয়ে যারা কাজ করছেন যেমন নেভারব্লু, পিয়ারফ্লাই, মেক্সবাউন্টি বা এ ধরনের আরো যে ফিল্ডে কাজ করেছেন তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাকে কাজটি শেখানোর জন্য। দরকার হলে স্কাইপি দিয়ে প্রশিক্ষণ নেবো এবং উপযুক্ত ফি দেবো। তবে কখনোই আর অ্যাডভান্সড ফি দিয়ে কষ্ট পেতে চাই না। ফি দেয়ার ব্যাপারে স্কাইপিতেই বিস্তারীত কথা বলা যেতে পারে।



কারো কাছে যদি কোন ভাল বাংলা টিউটোরিয়াল লিন্ক থাকে তাহলে দয়া করে শেয়ার করলে খুব উপকৃত হবো।
ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.