আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীতে ডাকাত সন্দেহে গনপিটুনিতে নিহত ১, আহত ২

ফেনীর দাগনভূঁঞায় ডাকাত সন্দেহে গনপিটুনিতে আবদুল খালেক বাচ্চু নামে এক স্ক্রেপ ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আরো দুই জন আহত হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে দাগনভূঞা উপজেলার করিমুল্লাপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসি খবর পেয়ে তাদের ধরে গনপিটুনি দেয়। গনপিটুনিতে আবদুল খালেক বাচ্চু, শাহাবুদ্দিন ও ওসমান গনি গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে রাতেই আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।  

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে আবদুল খালেক বাচ্চু মারা যায়। নিহত বাচ্চু একই গ্রামের হক সাহেবের বাড়ির শামছুল হকের ছেলে। অপর দুই আহত কুমিল্লার চৌদ্দগ্রাম ও পদুয়া এলাকার বাসিন্দা। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে রাখা হয়েছে।

নিহতের স্ত্রী কহিনুর বেগম তার স্বামীকে নির্দোশ দাবি করে বলেন, তার স্বামী স্ক্রেপ ব্যবসায়ী। তারা ফেনী শহরের বিসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন। শাহাবুদ্দিন নামক এক ব্যক্তি তার স্বামীকে প্রাপ্য ২ হাজার ৮শত টাকা দেয়ার নাম করে ফেনীর বাসা থেকে ডেকে নিয়ে যায়।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।