টেলিকম ও মোবাইল কনটেন্ট, অ্যাপ্লিকেশন বা মডেল উদ্ভাবনকে স্বীকৃতি দিতে ২০১০ থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মোবাইল খাতে এ পুরস্কারকে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার হিসাবে ধরা হয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিশ্রুতিশীল মোবাইল উদ্যোগগুলোকে স্বীকৃতি জানানো হয়। এবারে বাংলাদেশসহ সার্কভুক্ত মোট ৮টি দেশ থেকে মনোনয়ন গ্রহণ করা হবে ১১ টি শ্রেণীতে। এম-বিজনেস অ্যান্ড কমার্স/ব্যাংকিং, এম -কালচার অ্যান্ড হেরিটেজ, এম -এডুকেশন অ্যান্ড লার্নিং,এম -এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি, এম -গভর্নেন্স, এম -হেলথ, এম -ইনক্লুশন, এম -নিউজ অ্যান্ড জার্নালিজম, এম -এন্টারটেইনমেন্ট, এম -ওমেন অ্যান্ড চিলড্রেন ও এম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই বিষয়ে মনোনয়ন জমা দেওয়া যাবে।
এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ডে সরকারি প্রতিষ্ঠান, একক ব্যক্তি, শিক্ষার্থী, উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিওসমূহ অংশগ্রহণ করতে পারবে। এ আয়োজনে প্রতিবছরের মতো বাংলাদেশ অংশের সহযোগী হিসেবে কাজ করছে ডিনেট ।
www.mbillionth.in থেকে অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করা যাবে। ২০ এপ্রিল পর্যন্ত এমবিলিয়ন্থ ২০১৪ পুরস্কারের মনোনয়ন জমা দেওয়া যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।