আমার গাছ পাগল মেয়ে আয়েশা
সকাল থেকে আয়েশাকে পনি সাপ্লাই দিতে দিতে আমি বেজায় টায়ার্ড। আমার লিভিং রুমে পাতাবাহার এর দুইটা গাছ আছে। এই গাছে প্রতিদিন পানি দেওয়ার দায়িত্ব আয়েশা নিজের হাতে তুলে নিয়েছে। আমি ভূলে গেলে সে ভূলবেনা। সে মানুষের মত করে গাছটাকে পানি খাওয়নোর চেষ্টা করে।
গাছের পাতা যতক্ষন পর্যন্ত লকলকে টানা সবুজ না দেখা যায় ততক্ষন পর্যন্ত সে পানি দেওয়ার চেষ্টা করে।
মাম্মি বেশী পানি দিওনা আমি যখন বলি
মাম্মি সি ইজ স্যাড লুক লুক। ষ্টীল থার্স্ট্রি ওয়ান্ট মোর ওয়াটার।
কতগুলি পাতা স্বাভাবিকভাবে একটু নেতিয়ে পড়েছে। এখনে ইনডোর প্ল্যান্ট গুলি ভাল থাকেনা উইন্টার সিজনে আলো বাতাস আর রৌদ্রের অভাবে।
কেননা দরজা জানালা সবসময় বন্ধ থাকে।
অবশেষে তাকে বোঝাতে সক্ষম হলাম ।
মাম্মি ওভারইট যেমন মানুষর জন্য ভালনা তেমনি এই গাছের যতটুকু পানি দরকার আমরা দিয়েছি। এখন ও যদি ইট করানোর চেষ্টা কর ইটস নট গুড ফর হার।
সে দোনামনা হয়ে থাকল।
পানি দেওয়া বন্ধ করল ঠিকই। সে স্যাড হয়ে বসে রইল। তার ধারনা হয়েছে গাছটি স্যাড হয়ে আছে। বারবার গাছের পাতাগুলিকে আদর করে জড়িয়ে ধরে বলছে
আই লাভ ইউ।
ওকে দেখে আমি আমার শৈশবে চলে গেলাম।
আমার ছোটবেলায় দ্বিতীয় শ্রেনীতে পড়াকালীন বয়স ছিল সাত ততটা ছোটনা আমি যা করতাম আমার বাসার পিছনে ছিল একটা পেয়ারা গাছ আমার নিসঙ্গ দুপুর সকালের স্কুলে যাওয়ার আগে দুপুরে স্কুল থেকে এসে গাছের কাছে চলে যেতাম। গাছে উঠে শুয়ে থাকতাম। সে ছিল আমার শৈশবের বড় বন্ধু।
শৈশবের মনটা কত আবেগের কত পবিত্র। বয়স হওয়ার সাথে সাথে আমরা সেই পবিত্রতা কেন যে হারিয়ে ফেলি।
যত সময় পার করি কর্কশ রুক্ষ পৃথিবীর চাপে আমাদের সেই মনটাকে আর খুজে পাওয়া যায়না।
কাছের মানুষকে সেইভাবে খেয়াল করতে পারিনা প্রকৃতি গাছপালা দেখার সময় কোথায়। তবে নিবিড় প্রকৃতি সবুজ গাছপালা মনে যেমন শান্তি নিয়ে আসে অন্য কোন প্রাকৃতিক জিনিস সেটা পারেনা।
সবাইকে বেশী বেশী গাছপালা দেখার আমন্ত্রন জানালাম মনের সুস্থতার জন্য একই সঙ্গের চোখের জ্যোতি বৃদ্ধির জন্য।
সবাইকে শুভদুপুর/শুভরাত (যার যে সময়)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।