আচ্ছা কেউ যদি বলে উপরের ঐ মার্কিন যুক্তরাস্ট্রের পতাকা আঁকা পেইন্টিংটার দাম প্রায় ৮৭০০০০০০০০.০০ টাকা (আটশ সত্তর কোটি টাকা) তাহলে কেমন লাগবে! আমি তো খুব কষ্ট পাই, এই ভেবে যে ঐ টাকায় এদেশের সবচাইতে বড় সমস্যার মধ্যে দুটো একটা যেমন জনসংখ্যা অশিক্ষা এগুলোর জন্য কিছু করা যেত! যাকগে!
আজ্ঞে হ্যাঁ এটা জেসপার জনস সাহেবের আঁকা ১৯৫৮ সালের একটা পেইনটিং, সর্বশেষ নিলামে এটা ১১০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
আসুন আরো কিছু দামী পেইন্টিংস দেখি!
পাবলো পিকাসোর আঁকা 'ন্যুড গ্রীন লিভস এন্ড বাস্ট' ১৯৩২ সালের পেইন্টিং, ২০১০ সালে এক অজ্ঞাতনামা ব্যাক্তি কেনে এই টাকায়। তবে ১৯৬১ সালের পর থেকে এটাকে কেউ দেখেনি!
এর পরেরটা হলো এডভারড মুনচ এর আঁকা 'দি স্ক্রিম' ১১৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
ফ্রান্সিস বেকনের 'থ্রী স্টাডিস অব লুসিয়ান ফ্রয়েড ' ১৯৬৯। দাম ১৪২ মিলিয়ন ডলার!
উইলিয়াম ডি কুনিং এর উওম্যান-থ্রী' ১৯৫২ এর পেইন্টিং, ১৩৭.৫ মিলিয়ন ডলার!
নীচের এটা পাবলো পিকাসোর আঁকা 'দি ড্রীম' ১৯৩২ সালে আঁকা, দাম হয় ১৫৫ মিলিয়ন ডলার!
নীচের এটার নাম 'ভাস উইথ ফিফটিন সানফ্লাওয়ারস' এঁকেছেন ভ্যান গঘ ১৮৮৮ সালে, দাম ৭৪ মিলিয়ন ডলার।
এর পরেরটার নাম সেলফ পোর্ট্রেট অব পিকাসো ১৯০১ সালে পাবলো পিকাসো এটা আঁকেন, বর্তমান দাম ৮২.৩ মিলিয়ন ডলার।
এটা বেশ সুন্দর, নাম 'উওম্যান সিটিং ইন দ্যা গার্ডেন' দাম ৬৩.৫ মিলিয়ন ডলার, ১৯৩৮ সালে পাবলো পিকাসো আঁকেন।
এবারেরটার দামটা ! ১৮৯২ সালে পল সেজানে'র আঁকা নীচের এই তাসখেলায় রত কয়েকজন খেলোয়ারের ছবিটা নিলামে বিক্রি হয় ২৫০ মিলিয়ন ডলারে! কেনেন কে জানেন? কাতারের রাজ পরিবার এটা কেনে ২০১১ সালে। একটা হাতে আঁকা ছবির দাম ১৯৭০ কোটি টাকা!! ছবি দেখুন। ছবিটার নাম 'কার্ড প্লেয়ারস।
সবশেষ যেই ছবিটা এটাকে দেখামাত্রই সবাই চিনবেন, দুনিয়াতে সবচাইতে আলোচিত সবচাইতে দামী পেইন্টিং ইটালিয়ান চিত্রকর লিওনার্দো দা ভিন্চির আঁকা 'মোনালিসা'।
১৫০২-১৭ সালের মধ্যে আঁকা এই ছবিটার বর্তমান মূল্য ৭৬০ মিলিয়ন ডলার!
এটা বর্তমানে স্হায়ীভাবে ফ্রান্সের লুভর মিউজিয়ামে রাখা আছে।
সুত্র: http://www.theartwolf.com/10_expensive.htm ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।