নিখোঁজ এমএইচ-৩৭০ বিমানের সম্ভাব্য নতুন সংকেত শনাক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে দক্ষিণ ভারত মহাসাগরের যে এলাকায় অস্ট্রেলিয়ার জাহাজ সম্ভাব্য ব্ল্যাক বক্সের সংকেত শনাক্ত করেছিল, সেই একই এলাকা থেকেই এবার নতুন সংকেত পেয়েছে অনুসন্ধান বিমান পি-৩ ওরিয়ন।
এই সংকেতের বিষয়ে পুরোপুরি জানতে আরও গবেষণা প্রয়োজন বলেও জানান উদ্ধারকারী দল। এটা মানুষের বানানো কোনো উৎসের সংকেতও হতে পারে বলে মনে করছেন তারা।
বৃহস্পতিবার থেকেই প্রাপ্ত সংকেতের সূত্র ধরে ছোট এলাকার মধ্যে তল্লাশি সীমিত করে এনেছেন উদ্ধারকারীরা।
মালয়েশিয়ার এমএইচ-৩৭০ বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে চলতি বছরের ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। সূত্র : বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।