পাতালপুরীর মানসী
হয়েই আমি স্বপ্ন
দেখতে ভালবাসি,
ভালবাসি রূঢ়
বাস্তবতার সাথে স্বপ্নকল্পনার মেল
বন্ধন ঘটাতে,
জীবন পথের
বাঁকে বাঁকে
প্রতিটি পদক্ষেপে
অর্জিত তীক্ত মধুর দর্শনগুলোকে হৃদয়ের গভীরতা দিয়ে
স্পর্শ করে আর
সবার মাঝে
ছড়িয়ে দিতে।
কখনো স্বপ্নডানায়
ভর করে
এক পলকে
ছুটে যেতে চাই
শত আলোকবর্ষ দূরে
ঐ নভোমন্ডলের পানে,
হাতছানি দেয়া
নীল সবুজ কোনো
অচেনা নক্ষত্রের টানে।
আমি বেঁচে থাকতে চাই অন্তত আর একটিবার বৃষ্টিবিলাস করতে,
কোনো এক
শ্রাবণ সন্ধ্যায়
মুঠো ভরা কদমগুচ্ছ নিয়ে বাড়ির ছাদে এলোচুলে; বৃষ্টিজলে
একলা ভিজতে,
রাত্রির শেষ প্রহরে
নীলচে আলোর
প্রদীপ জ্বেলে
সমস্ত আবেগ ঢেলে
পরম করুণাময়ের দরবারে
অশ্রুসিক্ত মিনতি জানাতে।
অতঃপর কোনো এক
নিভৃত চারিণীর বেশে
নীল জলে ভেসে ভেসে
আবারো সেই পাতালপুরী;
শিংওয়ালা সব
দৈত্য দানোর
কালো জাদুর দেশে,
যেখানে প্রতি পদে
মৃত্যুর দূত এসে
উৎপেতে থাকে
এক মানবীর ছদ্দবেশে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।