আমাদের কথা খুঁজে নিন

   

পাপুয়া নিউ গিনিতে ৭.৩ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে শুক্রবার ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছে, পাঙ্গুনা ও বৌগানভেল দ্বীপের অদূরে ৫৪ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে। খবর এএফপি’র।

তবে এ ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এদিকে অস্ট্রেলিয়া ও সলোমান দ্বীপপুঞ্জের কাছে অগভীর সমুদ্রে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় ওই অঞ্চলে কোনো সুনামি সতর্কতা জারি না করা হলেও জাপানে স্বল্প মাত্রার সুনামির ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।