35mm সাদাকালো ক্যামেরা - যাযাবর জীবন দিনের বেলা সাধু বেশে বড় বড় কথার বুলি, ওম শান্তি ওম শান্তি সুশীল সমাজে অনেক উঁচুতে বাস, মানবতার বন্যা বয় কথাতে বড্ড ভালো লাগে তাঁদের কথা শুনতে; দিনের আলোতে। কালো তাঁদের বড়ই ভাল লাগে রাতের অন্ধকারে বিড়াল চোখ খুঁজে বেড়ায় রাজপথ অলিগলি নতুন নারী মাংস, কচি কচি রমণী; অন্ধকারে আবিষ্কার বড্ড ভালো লাগে কামরিপুর আরাধনা; রাতের অন্ধকারে। আমি 35mm এর সাদাকালো ক্যামেরায় দেখি রঙ্গিন দুনিয়ার একই মানুষ দুটি রূপে কেন যেন সাদা মানুষগুলো রঙ্গিন হয়ে ওঠে অন্ধকার হতে আমার সাদাকালো ক্যামেরাটা কিছুই না বুঝে হতবিহ্বল হয়ে পড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।