আমাদের কথা খুঁজে নিন

   

হাবিব ওয়াহিদ এর একটা খুবই রোমান্টিক গান এর লিরিক্‌স।

ভেরিস্পেশাল মানুষ। যার হাসিতে এই হৃদয়ে পুর্নিমা হয়। যে শুভ্র চাঁদ হয়ে সব করে স্বপ্নময়। সে কি আমার নয়? সে যদি আমার না ই হয় তবে, চারদিক কেন মাতে তার রগ্ঙে তার ইশারায়। সে তো আমারই আর কারো নয়।

পুর্নিমাতে তার ছবি আঁকি। হৃদয়ের দেয়ালে। রাত দিন সে বসত করে আমার খয়ালে। আপন করে রাখি তাকে হৃদয়ের ঘরে। বার বার দেখতে ইচ্ছা হয়।

দুচোখ ভরে। শুভ্র সে চাঁদ। আলোকিত করে হৃদয়। সে কি আমার নয়? (মেয়ে গলায় যাকে তোমার হৃদয় এত ভাবে, তাকে কখোনো কি কাছে পাবে। ভালোবাসার এই গান শুনে, বল সে কি সাড়া দিবে।

) আমার এই গান অবিরত। তার কথা বলে। মাঝে মাঝে তাকে খুজে দুচোখ ভরে জলে। আমি ফাগুন দিনে, আপেক্ষায় আছি বসে। শুভ্র সে চাঁদ সম্মুখে এসো, বলছি ভালোবেসে।

তার ঝলক। দুনিয়া ভুলিয়ে দেয়। সে কি আমার নয়? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.