আমাদের কথা খুঁজে নিন

   

গুগল প্লে থেকে পিসিতে সরাসরি অ্যাপস

স্মার্টফোনের জনপ্রিয়তার অন্যতম বাহক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তবে এর অধিকাংশ অ্যাপ্লিকেশন গুগলের দখলে থাকায় নতুন অ্যাপ্লিকেশন পাওয়ার একমাত্র ভরসা গুগল প্লেস্টোর। তবে গুগল প্লে থেকে সব অ্যাপ্লিকেশনই স্মার্টফোনে ডাউনলোড করতে হয় । যা অনেক সময় ব্যবহারকারীর জন্য ঝামেলার মনে হতে পারে। এ সমস্যা সমাধানে সহজ উপায় হতে পারে 'রিয়েল এপিকে লিচার' নামের একটি ক্ষুদ্র সফটওয়্যার।

জাভাভিত্তিক এ সফটওয়্যার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কম্পিউটারের সঙ্গে গুগল প্লের সেতুবন্ধ ঘটাতে সক্ষম। কাজটি শুরু করার জন্য প্রথমেই http://www.mediafire.com/ ?u977tqrp1v3s7sr লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এবার ডাউনলোড হওয়া ফোল্ডারটি আনজিপ করে নিতে হবে। আনজিপ করা ফোল্ডারে গিয়ে Real APK Leecher.exe নামের ফাইলটি খুঁজে বের করে সেটি চালু করতে হবে। নতুন ব্যবহারকারী হিসেবে শুরুতেই একটি ফর্ম পূরণ করার জন্য Option উইন্ডো আসবে।

এর মধ্যে General Info অপশনের অধীনে Email, Password এবং Device ID থাকবে। Email এবং চPassword--এর ঘরে আপনার যে কোনো জিমেইল ঠিকানা ও পাসওয়ার্ড সঠিকভাবে লিখে দিতে হবে। আর Device ID-এর ঘরে যে তথ্য দিতে হবে সেটি পাওয়ার জন্য আপনাকে https://play.google.com/ store/apps/details?id=com.redphx. deviceid&feature= search_result এই লিংক থেকে Device ID নামের একটি অ্যাপ্লিকেশন সেলফোনে ডাউনলোড করে নিতে হবে। এরপর সেলফোন থেকে প্রাপ্ত Device ID এখানে প্রবেশ করাতে হবে। Number of records to show িঘরে ৩০ বাছাই করে দিয়ে Default language/country-এর ঘরে Bangladesh নির্বাচন করে দিতে হবে।

SIM Operator Numberic-এর ঘরটি খালি রেখে অবশিষ্ট ঘর দুটিতে পিসিতে কোনো ড্রাইভে বা ফোল্ডারে ডাউনলোড করা অ্যাপস সংরক্ষণ করতে চান সেটি নির্বাচন করে দিন। সবশেষে ঝধাব দিয়ে কাজ শেষ করতে হবে। সঠিকভাবে কাজ শেষ হলে নতুন একটি উইন্ডো চালু হবে। এর ওপরের ডান পাশে Search Android Market by নামে একটি ঘর দেখা যাবে। এখানে আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের নাম লিখলেই ডাউনলোড করার অপশন চলে আসবে।

এখন উপভোগ করুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করার স্বাধীনতা। দৃষ্টি আকর্ষণ: এই লেখাটি সমকাল পত্রিকার অনলাইন ফিচারে প্রকাশিত হয়েছে। এরকম বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য প্রযুক্তি, লাইফ স্টাইল, স্বাস্থ্য, বিনোদন সহ বিভিন্ন ক্যাটাগরীর অসংখ্য ফিচার এর এক বিশাল আর্কাইভ দেখতে এখানে ক্লিক করতে পারেন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.