আমাদের কথা খুঁজে নিন

   

চাইরডি পরমাণু কাব্য লিখছি আপনেরা কইলে ফিউচার এ আরও স্টেপ নেয়া হবে। নইলে লিখবাম নাহ [দুইডা ফাও ও আ্ছে!!]

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। ১। লেখাপড়া করি না গাড়ি-ঘোড়ায় চড়ি না পা দু'খানই ভরসা মেয়েটাও খুব ফরসা ২।

সাধ তোমার চোখের কাজল হব গালে পড়া অবাধ্য কিছু চুল হব। তোমার চিবুকের ওই তিল হব ভেজা গোলাপী ঠোটের পাপ হব। : ৩। হয়ত এটাই আমার ইচ্ছা ছিল তোমার চুলের ঘ্রাণ শুঁকার ছিল। ওই সন্ধ্যাটাই সব কেড়ে নিল কাকটাও মুচকি হাসি দিল।

৪। সব স্বপ্ন নাচে হেলেদুলে ঘুম ভেঙ্গে গেলেই বাঁচি, তোমার জানালাটা দাওনা খুলে আমি নিচে দাঁড়িয়ে আছি। ফাও নং ১ স্বপ্নকথায় স্বপ্নপথে স্বপ্নবাড়ি ভেঙ্গেই ফেলল এক নারী। হাতেও নেই টাকাকড়ি খেজুর গাছে রসের হাড়ি। ফাও নং ২ মাঠে ঘাস, পুকুরে মাছ স্বপ্ননারী কলাগাছ গাছের কলা কাচা মনটা লোহার খাচা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।