আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চালান GSM মডেম অথবা ফোনের মডেম দিয়ে।

ক্ষুধার্ত থেকো, বোকা থেকো গ্রামীনফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি অথবা টেলিটক যেকোনো সিমে কিছু টাকা লোড করুন। আপনার অপারেটর থেকে দেয়া যেকোনো একটি প্যাকেজ (যে প্যাকেজ এ কম খরচ) সেটি চালু করুন। তারপর এই লিংক এ ভিজিট করুন এবং সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি চালু হলে নিচের ছবির মত আসতে পারে তাই অটা বন্ধ করে দিন। এই সফটওয়্যার দিয়ে কোন কাজ নাই, এর এর যন্ত্রাংশর বেশ প্রয়োজন এবার আপনার কম্পিউটার এর যে ড্রাইভ এ উইন্ডোজ ইন্সটল করেছেন সেই ড্রাইভে “proXPN” সফটওয়্যার ইন্সটলেশন ডিরেক্টরি তে প্রবেশ করুন করুন তারপর “Bin” নামের একটা ফোল্ডার পাবেন সেটাতে প্রবেশ করুন।

যেমনঃ C:\Program Files\proXPN\bin এবার সেখানে আপনি নিচের ছবির মত বেশ কয়েকটি ফাইল দেখতে পাবেন সেখানে থেকে চিন্নিত ফাইল দুইটির (openvpn.exe ও proxpn.exe) চালু করার পারমিশন পরিবর্তন করতে হবে। অর্থাৎ run as Administrator হিসেবে চালাতে হবে। এবার এই লিংক এ ক্লিক করুন এবং জিপ ফাইলটি ডাউনলোড করুন। এর পরে সেখানে কয়েকটি ফাইল পাওয়া যাবে সেই ফাইলগুলো আনজিপ করে আপনার ডেক্সটপ এ নতুন একটি ফোল্ডার তৈরি করে সংরক্ষন করুন। এর পরে ফাইলগুলোর মধ্য থেকে vpn_by_rahi.ovpn ফাইলের উপরে রাইট ক্লিক করুন এবং নিচের দেখানো ছবির মত করে এ ক্লিক করুন।

এবার কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আপনার ইন্টারনেট কানেকশন নিচের ছবির মত একটি ইনফরমেশন ম্যাসেজ দিবে(Initialization sequence Completed)তাহলেই মনে করবেন আপনার ফ্রি ইন্টারনেট সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেছে । এই ভিপিএন ব্যবহার করার কারনে ব্লক হয়ে যাওয়া সকল ওয়েব সাইটগুলোও দেখতে পারবেন যেমনঃ ইউটিউব ও অনান্য যেকোনো ব্লক করা ওয়েব সাইট । সাবধানতাঃ ► ফোনের মেইন ব্যলান্স এ কোনো টাকা রাখবেন না। ► পারতপক্ষে গ্রামীণফোনের সিম ইউজ করুন কারন একমাত্র গ্রামীণফোন সিমেই ডাটা ইউজাস না থাকলেও কানেক্ট করা যায়। ► গ্রামীণফোনের ১MB অথবা 3MB এর প্যাকেজ নিন।

P1 প্যাকেজ দিয়েও হবে তবে এই প্যকাজে 10 MB ইউজ এর পর ফেয়ার ইউজাস পলিসি apply করে। তাই স্পিড কমে যায়। 1MB/3MB প্যাকেজ গুলোতে ফেয়ার ইউজাস পলিসি নেই। ► ফোনে সেই পরিমান রিচার্জ করুন যে পরিমান টকা প্যাকেজ কিনতে লাগে। যেমন 3 MB প্যকেজ কিনতে ১৫ টাকা রিচার্জ করুন।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.